১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

যাত্রাবাড়ীতে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে যাত্রাবাড়ী থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। বুধবার রাত সাড়ে ১১টায় পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাতেরা হলেন- মো. জহির (৩৫), মো. সুমন (২৮) ও মো. সাইফুল স্বপন (৪৮)।

যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি চাপাতি ও ২টি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ