আন্তর্জাতিক ডেস্ক:
ঘূর্ণিঝড় ইরমার আঘাতে ফ্লোরিডার একটি নার্সিং হোমে আটজনের মৃত্যু হয়েছে। ওই নার্সিং হোমটি বেশ কিছুদিন ধরেই বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল। বুধবার নার্সিং হোম থেকে ১১৫ জন বাসিন্দাকে উদ্ধার করেছে পুলিশ। ঝড়ের কারণে সেখানকার এয়ার কন্ডিশনিং ব্যবস্থা বন্ধ রয়েছে।
ব্রোয়ার্ড কাউন্টির মেয়র বারবারা শেরিয়েফ জানিয়েছেন, হলিউড শহরে অবস্থিত নার্সিং হোমটি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফ্লোরিডা, জর্জিয়া, ক্যারোলিনাস এলাকায় ইরমার তাণ্ডবে প্রায় ১ কোটি বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ক্যারিবিয়ান দ্বীপে ইরমা প্রথম আঘাত হানার পর সেখানে এখন পর্যন্ত প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছে।
নার্সিং হোমের বাসিন্দারা নিরাপদ আছেন কিনা সে বিষয়ে জরুরি বিভাগের কর্মকর্তাদের খোঁজ নেয়ার নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট। তিনি এই পরিস্থিতিকে দুর্বোধ্য বলে উল্লেখ করেছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ