১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

ভাত দিতে দেরি হওয়ায় মাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী গ্রামে এক কিশোর তার মাকে কুপিয়ে হত্যা করেছেন। নিহত আয়রা খাতুন পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকার মাসুদ মাস্টারের স্ত্রী। এ ঘটনায় ছেলে বাপ্পিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

পুলিশ ও বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালের দিকে ছেলে বাপ্পি তার মায়ের কাছে ভাত খেতে চায়। ভাত দিতে দেরি হওয়ায় মায়ের সাথে ঝগড়া হয় তার। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাপ্পি তার মাকে ঘরে থাকা গাছি দা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা আহত মাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে বিজিবি সদস্যরা বাপ্পিকে আটক করে পুলিশের কাছে হস্থান্তর করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি অপূর্ব হাসান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১১:৩২ পূর্বাহ্ণ