২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৬

কুয়ালালামপুরে মাদ্রাসায় আগুন, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক মাদ্রাসায় আগুনে শিক্ষক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাহফিজ দারুল কোরআন ইতিফাকিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার খুব ভোরে এই আগুনের সূত্রপাত বলে বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে।

কুয়ালালামপুরের অগ্নি ও নিরাপত্তা বিভাগের পরিচালক খাইরুদ্দিন দ্রামান বলেন, মৃতদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী ও দুইজন ওয়ারডেন। তবে মৃতদের বয়স সম্পর্কে তাৎক্ষণিক কোনো ধারণা দেননি তিনি। সাধারণত পাঁচ থেকে ১৮ বছর বয়সীরাই কোরআন শিখতে আসে। জরুরি বিভাগের এক কর্মকর্তা বলেন, শহরের জালান দাতুক কিরামাত এলাকায় লাগা এই আগুন হতে পারে গত ২০ বছরে দেশটির অগ্নিদুর্যোগের সবচেয়ে বড় ঘটনা।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুন ঘরের ছাদ পর্যন্ত ছুঁয়েছে। যেখানে শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। ছবিতে চিন্তিত অভিভাবকদের মাদ্রাসার বাইরে অপেক্ষা করতেও দেখা গেছে। কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের প্রত্যেকেরই ধোঁয়ার কারণে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাবিজ রাজাক এক টুইটে আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ