নিজস্ব প্রতিবেদক:
২০ দিন পর রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ বিতরণ, নিছক মায়াকান্না ত্রাণ বিতরণ প্রতারণা ছাড়া কিছু নয়। একখা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের না খেয়ে থাকতে হবে না । এটা আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার । পাঁচ হাজার রোহিঙ্গা নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রশান্ত ভূষণ বড়ূয়া, এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীসহ দলের নেতাকর্মীরা।
দৈনিক দেশজনতা /এমএইচ