১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

রাজধানীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাফরুল থানা এলাকায় শারীরিক এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। মিরপুর ১৪ নম্বরের কাফরুল থানার সর্ক হাসপাতালের সামনে থেকে মঙ্গলবার রাতে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তার বাড়ি পূর্ব শেওড়াপাড়া এলাকায়।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, কিশোরীকে উদ্ধার করার পর রাতে সে পুলিশকে ধর্ষণের কথা জানায়। তবে কে কখন এ ঘটনা ঘটিয়েছে তা সে কিছুই জানাতে পারেনি। তিনি বলেন, কিশোরীর কথাবার্তা অসংলগ্ন ছিল। তার মা অথবা পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে আসলে কি ঘটেছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ