নিজস্ব প্রতিবেদক:
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ খারিজ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় প্রকাশ করা হয়েছে। সম্প্রতি আপিল বিভাগের সংশ্লিষ্ট বিচারপতিদের স্বাক্ষর করার পর কোর্টের শাখা থেকে সাত পৃষ্ঠার ওই রায় প্রকাশ করা হয়। রায় প্রকাশ করার পর ওই রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও পৌঁছানো হয়েছে। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবার পরেও তা সুপ্রীমকোর্টের ওয়েব সাইটে দেয়া হয়নি। নিয়ম অনুযায়ী রায় প্রদানকারী বিচারপতিগণ স্বাক্ষরের পর পরই তা ওয়েব সাইটে প্রকাশ করা হয়।মঙ্গলবার রায়ের অনুলিপি পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. সেলিম মিয়া। তিনি বলেন, সাঈদীর রিভিউ খারিজ সংক্রান্ত রায়ের কপি মঙ্গলবার আমার কাছে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (জেলা জজ) মো. সেলিম মিয়া বলেন, আমি মঙ্গলবার দেলোয়ার হোসাইন সাঈদীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়েছি।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও জেয়াদ আল মালুম বলেন, রিভিউ’র রায় আমরা পেয়েছি। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আবেদন খারিজ হয়ে যাবার ফলে আপিল বিভাগের দেওয়া আমৃত্যু কারাদন্ডই এখন বহাল রয়েছে। এখন আসামিকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে।
এর আগে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদনে খালাস চেয়েছিলেন জামায়াতে এই শীর্ষ নেতা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বহাল চেয়েছিল। তবে উভয় পক্ষের শুনানি শেষে এ বছরের ১৫ মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ দুটি রিভিউ আবেদনই খারিজ করে দেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়জে সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলে রিভিউ দায়ের করে রাষ্ট্রপক্ষ। আর এর পাঁচদিনের মাথায় খালাস চেয়ে রিভিউ আবেদন করেন সাঈদী।
সাঈদীর মামলাসহ আপিল বিভাগে ৭টি মামলার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। আর আপিলে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আরো ১৯টি মামলা।
চূড়ান্ত নিষ্পত্তি হওয়া সাতটি রায়ের মধ্যে ৬টিতে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ও জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হয়েছে।
আপিল বিভাগ চূড়ান্ত রিভিউয়ের রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা আমৃত্যু কারাদণ্ড বহাল রাখা হয়েছে।
শুনানি চলার মধ্যেই মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাদের আপিলের নিষ্পত্তি হয়ে গেছে।
এই রায়ের ফলে ৭৭ বছর বয়সী দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত বাকি জীবন কারাগারেই কাটাতে হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ