২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৬

শাহজালালে স্বর্ণমুদ্রাসহ আটক ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০ পিস স্বর্ণমুদ্রাসহ রমজান আলী (৪৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম।

 মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম জানান, আবুধাবি-চট্টগ্রাম-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সযোগে চট্টগ্রাম থেকে ঢাকা আসেন রমজান। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে স্ক্যানিং মেশিন অতিক্রমের সময় প্রিভেনটিভ টিম তাকে চ্যালেঞ্জ করে।

তিনি বলেন, পরে ওই ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে তার পরিহিত কেডসের ভেতর স্বর্ণমুদ্রার অস্তিত্ব পাওয়া যায়। এরপর তার কেডস ও মোজার ভেতর থেকে বাদামি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণমুদ্রাগুলো উদ্ধার করা হয়।

ল্যাবে পরীক্ষা করে স্বর্ণমুদ্রাগুলোতে স্বর্ণের মিশ্রণ ৮৪.৩৬ শতাংশ আছে বলে জানা যায়। এ হিসাবে ২৫০ পিস স্বর্ণমুদ্রার ওজন ১ কেজি ৬৬৩ গ্রাম।

সাইদুল ইসলাম আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৮৩ লাখ ১৫ হাজার টাকা। ওই ঘটনায় রাতেই রমজান আলীকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান জানিয়েছেন, তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বেরাকপুরে। তিনি পেশায় মাংস ব্যবসায়ী। গত ৯ সেপ্টেম্বর দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১১:০৫ পূর্বাহ্ণ