২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

২০ রানে হারাল বিশ্ব একাদশকে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান।

জবাবে ১৭৭ রানেই শেষ হয়ে যায় বিশ্ব একাদশের ইনিংস। ফলে ২০ রানের জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় পাকিস্তান।

বিশ্ব একাদশের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে শুরুতেই ফখর জামানের উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে বাবর আজম আর আহমেদ শেহজাদ মিলে ১২২ রানের জুটি গড়ে পাকিস্তানকে বিশাল স্কোরের পথে নিয়ে যান।

৩৪ বলে ৩৯ রান করেন শেহজাদ। ৫২ বল খেলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৬ রান করেন তিনি। শোয়েব মালিক যেন টর্নেডো বইয়ে দেন। ২০ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৩৮ রান। ইমাদ ওয়াসিম শেষ দিকে ৪ বল খেলে ১৫ রান করে অপরাজিত থাকেন।

বিশ্ব একাদশের হয়ে শ্রীলঙ্কার থিসারা পেরেরা ৫১ রান দিয়ে নেন ২ উইকেট। ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন বেন কাটিং, ৩২ রান দিয়ে ১ উইকেট মরনে মর্কেল, ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন ইমরান তাহির।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১০:২৮ পূর্বাহ্ণ