১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:০৪

মুন্সীগঞ্জে মাজারে শাশুড়ি ও পুত্রবধূকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে বারেকের ন্যাংটার মাজারে শাশুড়ি আমেনা বেগম (৬০) ও তার পুত্রবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। সদর উপজেলার ভিটিশির মন্দির এলাকায় মঙ্গলবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, তাদের গলাকেটে হত্যা করা হয়েছে।

নিহত আমেনা বেগম ওই মাজারের নারী খাদেম হিসেবে পরিচিত ছিলেন। তাৎক্ষণিকভাবে তার পুত্রবধূর পরিচয় জানা যায়নি। তিনি শাশুড়ির কাছে বেড়াতে এসেছিলেন। কারা-কেন এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১০:১৭ পূর্বাহ্ণ