আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নাতনি ইলা গান্ধী রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন। ইলা গান্ধী সু চিকে দেশটিতে তার অবস্থান ব্যবহার করে এই হত্যাযজ্ঞ বন্ধ করতেও বলেছেন। খবর: দ্য টাইমসের।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই এমপি বলেন, ‘আমরা আপনার (সু চি) কাছে অনুরোধ করছি- সরকারের ওপর আপনার সব ক্ষমতা ও প্রভাব খাটিয়ে রাখাইনের জনগণকে নিয়ে সেখানকার সংঘাত বন্ধ করুন। মুসলিম রোহিঙ্গাদের প্রতি মানবিক এবং সহানুভূতিমূলক আচরণ করুন।’ ইলা গান্ধীর বিশ্বাস, নোবেল বিজয়ী সু চি’র দেশটির জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। আর সেটি ব্যবহার করে তিনি এই বর্বরতা রুখতে পারবেন।
শান্তিতে নোবেল ছাড়াও সু চি ২০০৯ সালে গৃহবন্দি অবস্থায় করুণ জীবন পার করার সময় আন্তর্জাতিক মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পান। মহাত্ম গান্ধী ব্রিটিশদের থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন। আর তার নাতনি দক্ষিণ আফ্রিকার সাবেক এমপি ও মানবাধিকারকর্মী। ইলা ছাড়াও মিয়ানমারের নেত্রীকে রোহিঙ্গা গণহত্যা বন্ধে আহ্বান জানিয়ে গত সপ্তাহে চিঠি লিখেছেন দক্ষিণ আফ্রিকার নোবেল বিজয়ী আর্চবিশচ ডেসমন্ড টুটু। চিঠিতে তিনি বলেন, ‘রাজনৈতিক স্বার্থের জন্য যদি আপনি (সু চি) এই নিরব গণহত্যাকে সমর্থন করেন, তবে অচিরেই আপনাকেও তার চড়া মূল্য দিতে হবে।’
উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধদের নির্যাতন বেড়ে গেছে। সর্বশেষ গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে। আর প্রাণ বাঁচাতে ৩ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমার সেনবাহিনী ‘রাষ্ট্রবিহীন’ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ‘জাতিগত গণহত্যা’ চালাচ্ছে বলে দাবি করেছে জাতিসংঘ।
এর আগে গত বছরের অক্টোবরে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের মংডুতে অভিযান চালিয়ে ৪ শতাধিক রোহিঙ্গাকে হত্যা করে। সে সময় জাতিসংঘ জানিয়েছিল, সেনাবাহিনী রাখাইনে হত্যা ছাড়াও রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে ও নারীদের ধর্ষণ করেছে।
দৈনিকদেশজনতা/ আই সি