১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ মানিক মিয়া স্বর্ণপদক লাভ

দেশ জনতা ডেস্ক:
মানিক মিয়া স্বর্ণপদক পেলেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। গতকাল শুক্রবার সন্ধ্যায় মানিক মিয়া ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় মানিক মিয়া স্বর্ণপদক। পদক গ্রহণ করে দীর্ঘদিন পর তিনি গানও গেয়েছেন ভক্তদের অনুরোধে।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী। মানিক মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কবি আল মুজাহিদী, সাংবাদিক মাহবুব কামাল। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ব্যারিস্টার মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেন। স্বর্ণপদক, মানপত্রের পাশাপাশি শিল্পীর হাতে তুলে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকার চেক।
ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ‘আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশপ্রেমের অভাব রয়েছে। শাহনাজ রহমতুল্লাহর মতো অন্য শিল্পীদেরও দেশাত্মবোধক গান গাওয়া উচিত।’ এ সময় যেকোনো শিল্পী-সাহিত্যিক দুস্থ হলে মানিক মিয়া ফাউন্ডেশন তার পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
কে এম হাসান বলেন, ‘আমি শাহনাজ রহমতুল্লাহর গানের একজন ভক্ত। তবে তাকে কোনোদিন সামনাসামনি দেখিনি, গানও শুনিনি। আজ সেই সৌভাগ্য হলো।
পদকপ্রাপ্তির পর শাহনাজ রহমতুল্লাহ গেয়ে শোনান ‘খোলা জানালায় চেয়ে দেখি তুমি’ ও ‘তোমার আগুনে পোড়ানো এই দুটি চোখে একি তৃষ্ণা’। শিল্পী শাহনাজ রহমতুল্লাহর অনুরোধে নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, রুমানা ইসলাম, আঁখি আলমগীর, আলম আরা মিনু ও শুভ্র দেব গান গেয়ে শোনান।
এন/এইচ = দেশ জনতা,১.৩২
প্রকাশ :মে ১৩, ২০১৭ ১:৩৪ অপরাহ্ণ