১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক ৫

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জে ৪৬০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকৃতরা হলো- শাহাদাত হোসেন (২৭), লিটন (৩২), বাবুল (৩৮), আবুল বাসার (৩০) ও ফাহিম (২২) ।

ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, পুলিশের দু’টি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ১০:০০ পূর্বাহ্ণ