১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪২

ঝিনাইদহে মাদক ব্যবসায়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ থেকে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব।

সোমবার বিকালে কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ ও স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ এর নেতৃতে ঝিনাইদহ র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালায়। এসময় ঝিনাইদহ শৈলকুপার গাড়াগঞ্জ বাজারের পাশ থেকে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন কে গাজাসহ গ্রেফতার করে। সে গাড়াগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। বিল্লাল দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর (১) টেবিলের ৭(ক) ধারায় মামলা করা হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ৯:৫৫ পূর্বাহ্ণ