১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে এবং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করতে আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়া উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে প্রধানমন্ত্রী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে করে উখিয়ায় পৌঁছাবেন। পরে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে কক্সবাজার সার্কিট হাউসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এর পর নামাজ ও মধ্যাহ্নবিরতি শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে কক্সবাজার ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ৯:৪৪ পূর্বাহ্ণ