নিজস্ব প্রতিবেদক:
বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নেয়ার ব্যাপারে এখনো আশার আলো দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনীর মামলায় আমরাই কামিয়াব হবো।
দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (এ) সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমি এখনো মনে করি, আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনীর যে মামলা, সেই মামলায় আমরাই (সরকার) কামিয়াব হবো।’
আইনমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে ফখরুল ইমাম বলেন, পার্লামেন্ট ডিসফাংশনাল (অকার্যকর), সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই রায় দেয়ার দিন আমি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তখন উনি বলেছিলেন কিছুতেই এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টে জিতব। আমি এখন সর্বশেষ অবস্থাটা আইনমন্ত্রীর কাছে জানতে চাই। জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, আমি এই সংসদে দাঁড়িয়ে মামলার পক্ষ হিসেবে বলেছিলাম আমরা নিশ্চয়ই জিতব। কিন্তু রায় দেয়ার মালিক হচ্ছেন আপিল বিভাগ। তারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমি এখনো মনে করি, আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনীর মামলায় আমরাই কামিয়াব হবো।
দৈনিক দেশজনতা /এন আর