২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫১

মিয়ানমারের পণ্য বর্জন করতে গণজাগরণ মঞ্চের আহ্বান

নিজস্ব প্রতিবেদক :

দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মিয়ানমারের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চ।সোমবার রাজধানীর গুলশান-২ নম্বর গোল চত্বরে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পূর্বসমাবেশে এ আহ্বান মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, রোহিঙ্গাদের রক্তে ভেজা মিয়ানমারের চাল বাংলাদেশের মানুষ খেতে চায় না। জনগণ এ চাল বাংলাদেশে ঢুকতে দেবে না। চাল আমদানির সরকারি চুক্তি বাতিল করতে হবে।

ব্যবসায়ী ও সাধারণ মানুষকে উদ্দেশ্য করে ইমরান এইচ সরকার বলেন, আপনাদের টাকায় অস্ত্র, গোলাবারুদ কিনে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের রক্ত ঝরাচ্ছে। তাই সারাদেশে মিয়ানমারের সব পণ্য বর্জন করুন। অর্থনৈতিকভাবে কোনঠাসা করে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ জানাতে হবে।

সমাবেশ থেকে মিয়ানমারকে প্রত্যাখ্যান, প্রতিহত ও প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আপনারা জানেন, পৃথিবীর বিভিন্ন দেশে মিয়ানমারের দূতাবাস ঘেরাও করে তাদের প্রত্যাখ্যান করা হচ্ছে। বাংলাদেশ সরকার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে একইসঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে।

পরে ইমরান এইচ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমার দূতাবাসে একটি স্মারকলিপি দেয়।

দৈনিকদেশজনতা/ এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৭ ৮:২৪ অপরাহ্ণ