২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫৮

শিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আর নেই

নিজস্ব প্রতিবেদক:

চিত্রশিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমেনা বশীর মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে মারা যান তিনি। স্বামী মুর্তজা বশীরও গুরুতর অসুস্থ হয়ে একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

তার মেয়ে মুনীরা বশীর সাংবাদিকদের জানান, মা আর নেই। কী বেদনার কথা দেখুন। একই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন বাবা শিল্পী মুর্তজা বশীর। অসুস্থতা থাকা সত্ত্বেও বাবাকে রিলিজ নিয়ে যাচ্ছি।

মুনীরা জানান, দুপুরে জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মনিপুরীপাড়ায় বায়তুশ শরফ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানীতে দাফন করা হবে তাকে।

ভাষাবিজ্ঞানী পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর। তিনি একাধারে ভাষাসৈনিক, চিত্রকর, শিক্ষক, কবি, চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, গবেষক ও মুদ্রা বিশারদ।

M/H

প্রকাশ :মে ১৩, ২০১৭ ১২:২৭ অপরাহ্ণ