পটুয়াখালী প্রতিনিধি:
পুলিশ পটুয়াখালীর দুমকি সাতানী এলাকা থেকে ১৭পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে দুমকি থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- জাহিদ (২৪) ও ইমন (১৮)।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) দিবাকর চন্দ্র দাস বলেন, ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক হলে রাত সাড়ে ১০টায় সাতানী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। যুবকদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। ওসি জনান, এ ঘটনায় মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

