১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সড়ক দুর্ঘটনায় আ. হাসিম (২৭) ও বেদেনা (৩৭) নামে দু’জন সিএনজি অটোরিকশা আরোহী নিহত ও তিন জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের পাঁচলগুটা নামক স্থানে কটিয়াদীগামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো অ-১৪-০৮১৪) মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা আরোহী সকলেই গুরুতর আহত হয়।

তাদেরকে উদ্ধার করে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি আরোহী আ: হাসিম ও বেদেনাকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত তানজিলাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। নিহত আ. হাসিম পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুটিয়া বটতলা গ্রামের এবং বেদেনা গচিহাটা গ্রামের বাসিন্দা ছিলেন। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আখতারুজ্জামান জানান, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ৬:৫৬ অপরাহ্ণ