২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২৯

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত

নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত ও ৩জন আহত হয়েছেন। লাশ জিরো পয়েন্টের নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন রেজু, আমতলী ও তুমরু সীমান্তে শনিবার রাত ও রবিবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে। ওই দেশের সেনাবাহিনী সীমান্তে স্থলমাইন পুঁতে রাখছে বলে জানা যায়।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, শনিবার রাত ১০টার দিকে রেজু-আমতলী সীমান্তের জিরো লাইনের কাছে স্থলমাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত ও ১জন আহত হন। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে এ হতাহতের ঘটনা ঘটে।
রবিবার ভোরে তুমরু সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার ৩৭-৩৮নং পিলারের মধ্যস্থানে স্থলমাইন বিস্ফোরণে আরেকটি ঘটনা ঘটে। এ সময় ঘুমধুম বাইশপাড়ি আবুল খায়েরের ছেলে মো. হাসান (৩২) আহত হন।
বিস্ফোরণে হাসানের একটি পা উড়ে গেছে। এ সময় আতাউল্লাহ নামে অপর এক রোহিঙ্গা যুবক আহত হন। বর্তমানে আহতরা উখিয়ার কুতুপালং ইউএনএইচসিআর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগেও সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বেশ কয়েকজন রোহিঙ্গা মুসলিম নারী-পুরুষ হতাহত হন।
মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশ-মিয়ানমার নোম্যান্স ল্যান্ডের কয়েকশ গজের মধ্যে নতুন করে স্থলমাইন পুঁতে রাখছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ৬:৪১ অপরাহ্ণ