২২শে জানুয়ারি, ২০২৫ ইং | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৫০

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন

নিজস্ব প্রতিবেদক:

ঈদের ছুটি শেষ হলেও যানবাহনের বাড়তি চাপ কমেনি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এতে উভয় ঘাটে কয়েক শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। রোববার দুপুর ১ টার দিকে পাটুরিয়া ঘাটে এই চিত্র দেখা যায়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের এজিএম নাছির মোহাম্মদ চৌধুরী জানান, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌরুট পারের অপেক্ষায় কয়েক শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৯ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ২:৫৭ অপরাহ্ণ