১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

মুন্সীগঞ্জে বিএনপির ২ নেতাকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সালিশি বৈঠকে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেতকা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম (৫৫) এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি মো. আলি খান (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, বেতকা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রাম্য সালিশে হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে শাহ আলম নিহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় মো. আলী খানকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় নিহত শাহ আলমের স্ত্রী রাশেদা বেগম টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ১:৫৩ অপরাহ্ণ