স্পোটস ডেস্ক:
দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিল চেলসি। গতকাল ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ১-০ গোলে পরাজিত করে চেলসি। আর তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় চেলসির। ম্যাচের ৮২ মিনিটে একমাত্র গোলটি করেন মিচি বাতশুয়াই।
৩৬টি ম্যাচ খেলে ৮৭ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে রয়েছে চেলসি। ৩৫টি ম্যাচ খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে টটেনহাম হটস্পার। ৩৬ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে লিভারপুল।
প্রিমিয়ার লিগ যুগে চেলসির এটি পঞ্চম শিরোপা জয়। তাদের চেয়ে প্রিমিয়ার লিগে বেশি শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটি ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে ১৩ বার।
২০১৪-১৫ মৌসুমে শিরোপা জিতেছিল চেলসি। কিন্তু গত মৌসুমে সবাইকে অবাক করে দিয়ে শিরোপা জিতে নেয় লেস্টার সিটি। গতবার শিরোপা রক্ষা করতে না পারলেও এবার আগেভাগেই শিরোপা নিশ্চিত করলো চেলসির।
ইংল্যান্ডে ম্যানেজার হিসেবে যোগ দিয়ে প্রথম মৌসুমেই শিরোপা জয়ের দিক থেকে অ্যান্তোনিও কন্তে চতুর্থ। এর আগে মরিনহো (০৪-০৫), অ্যানচেলোত্তি (০৯-১০), পেল্লেগ্রিনি (১৩-১৪) ইংলিশ প্রিমিয়ার লিগে যুক্ত হয়ে প্রথমবারই দলকে শিরোপার স্বাদ এনে দেন।
n/h =ddj
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

