স্পোর্টস ডেস্ক:
টেস্ট দলগুলোর একে একে ফ্লাডলাইট আর গোলাপি বলে খেলার অভিজ্ঞতা হচ্ছে। শ্রীলঙ্কা এই তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছে। লঙ্কানরা দুবাইতে পাকিস্তানের বিপক্ষে অক্টোবরের প্রথম সপ্তাহে দিবারাত্রীর টেস্ট খেলবে। এই নিয়ে শ্রীলঙ্কা দিবারাত্রীর টেস্ট খেলা সপ্তম দল হবে।
সম্প্রতি শ্রীলঙ্কার বেশ খারাপ সময় যাচ্ছে। ঘরের মাঠে ভারতের কাছে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সব ফরম্যাটেই হোটাইওয়াশ হয়েছে। দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। এই অবস্থায় পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ থারাঙ্গা, চান্দিমালরা খেলবে। পাকিস্তানের হোম সিরিজ হলেও নিরাপত্তাজনিত কারণে যথারীতি নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে খেলা হবে।
২০০৯ সালে পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সময় শ্রীলঙ্কার দলের উপর জঙ্গি হামলা হয়। এরপর থেকে সেদেশে বড় কোন দল সিরিজ খেলতে যায়নি। সম্প্রতি পাকিস্তানে ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে আইসিসি। বিশ্ব একাদশের বিপক্ষে লাহরো ৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান। তবে দ্বিপাক্ষিক সিরিজের জন্য শ্রীলঙ্কা এখনি পাকিস্তানে যেতে রাজি হয়নি।
দৈনিকদেশজনতা/ আই সি