১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আকতারুল ইসলাম (২৫) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহত আকতারুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আহতরা হলেন- যশোরের চৌগাছার শফিকুর রহমান শফিক, আনোয়ার হোসেন ও যশোরের আরাজী সুলতানপুর গ্রামের সুজন মিঞা।

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ শামসুন নুর জানান, বাগেরহাটের মংলা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় পৌঁছলে পাবনাগামী পোল্ট্রি ফিডবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ফিড বোঝাই ট্রাকের হেলপার নিহত হন। আহত হন উভয় ট্রাকের আরো অন্তত তিনজন। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ১০:৩২ পূর্বাহ্ণ