১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

মেসির হ্যাটট্রিকে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের জার্সির মেসি আর বার্সেলোনার মেসির মধ্যে যেন অনেক ফারাক। কদিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার সঙ্গে বিপক্ষে আর্জেন্টিনা পয়েন্ট খুইয়েছে। সে ম্যাচে ছিলেন লিওনেল মেসি। কিন্তু ন্যু ক্যাম্পে ফিরেই চিরচেনা ঝলক দেখিয়েছেন। তার হ্যাটট্রিকে শনিবার রাতে বার্সেলোনা এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। স্প্যানিশ লা লিগার ঠিক আগের ম্যাচেও মেসি জোড়া গোল পেয়েছলেন। এবার মৌসুমের প্রথম হ্যাটট্রিক পেলেন। লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকে ৫ গোলের অন্য দুটি করেছেন। উসমান ডেম্বেলের এই ম্যাচ দিয়েই ব্লু গানার্সদের হয়ে অভিষেক হয়েছেন।

ঘরের মাঠে বার্সা খেলার শুরু থেকেই এসপানিওলকে চেপে ধরে। তবে গোলমুখে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেয় এগিয়ে যাওয়া হচ্ছিলো না। মেসি ২৬ মিনিটে ইভান রকিটিচের পাস পেয়ে দুজনকে কাটিয়ে বল জালে ঢুকিয়ে দেন। যদিও তিনি রিপ্লেতে দেখা গেছে অফ সাইডে ছিলেন। চারমিনিট পর অবশ্য মেসি পরিষ্কার আরেকটি গোল করেন। পালটা আক্রমণে গিয়ে জর্দি আলভার পা থেকে বল পেয়ে নিখুঁত টাচে বল জড়ান জালে।

প্রথমার্ধ্বে সুযোগ পেলেও কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধ্বের ৬৭ মিনিটে লুইস সুয়ারস বিপদজনকভাবে এগুতে থাকলে এসপানিওল ডিফন্ডাররা তাকে ঘিরে ধরেন। সুয়ারেজ বল পাস দেন আলবাকে। মেসি ফাঁকায় দাঁড়িয়েছিলেন। আলবার কাছ থেকে বল পেয়ে সহজ গোলে হ্যাটট্রিক পূরণ করেন। খেলার ২০ মিনিট বাকি থাকলে ডেম্বেলেকে নামানো হয়। এই ফরাসী স্ট্রাইকার নেমে কাতালানদের আক্রমণে আরও প্রাণজ সঞ্চার করেন। ৮৭ মিনিটে জেরার্ড পিকের গোল তারই অ্যাসিস্ট থেকে পাওয়া। লুইস সুয়ারেস ৯০ মিনিটে পঞ্চম গোল করেন। বার্সেলোনা লিগে টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ১০:২৮ পূর্বাহ্ণ