২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

জেনে নিন আপনার ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি

নিজস্ব প্রতিবেদক:

অনেকেই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন। আপনার ব্রডব্যান্ড অপারেটর ইন্টারনেটের সঠিক গতি দিচ্ছে কী না তা বুঝবেন কী করে? কিন্তু আপনি যে স্পিডের জন্য টাকা দিচ্ছেন সেই স্পিড আপনি পাচ্ছেন কিনা জানার অনেক উপায় আছে।

Speedtest.net আপনার ইন্টারনেটের স্পিড চেক করার সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট Speedtest.net। এই ওয়েবসাইট খুলে ‘বিগিন টেস্ট’ -এ ক্লিক করলেই আপনি আপনার ইন্টারনেটের স্পিড জেনে জাবেন। এছাড়াও ডাউনলোড করতে পারেন কোম্পানির App।

ZDNet Speed Test এই সাইটের মাধ্যমেও দেখে নিতে পারবেন আপনার ইন্টারনেট স্পিড। নিজের ইন্টারনেট স্পিড ছাড়াও এই সাইটে দেখে নিতে পারবেন বিভিন্ন দেশের ইন্টারনেট স্পিডের পরিসংখ্যান।

Speedof.Me এই সাইটের মাধ্যমে আপনি যেমন দেখে নিতে পারবেন আপনার ইন্টারনেটের স্পিড, একই সাথে আপনি দেখে নিতে পারবেন বিভিন্ন সময়ে কেমন থাকে আপনার ইন্টারনেটের স্পিড।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ১:৪৫ অপরাহ্ণ