১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

গুরু রামের আস্তানায় বিস্ফোরক কারখানা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত সিং রাম রহিমের আস্তানায় দ্বিতীয় দিনের অভিযানে অবৈধ বিস্ফোরক কারখানার সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আদালতের নির্দেশে হওয়া ওই অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। ‘স্যানিটাইজেশন’ (Sanitization) নামের ওই অভিযানে ৮০টির বেশি বিস্ফোরক ভর্তি কার্টন উদ্ধার করা হয়েছে।

কারখানাটি সিল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বিশেষজ্ঞরা এখন উদ্ধারকৃত বিস্ফোরকের ফরেনসিক পরীক্ষা করে দেখছেন। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে হরিয়ানা রাজ্যের সিরসার ডেরা সাচা সৌদায় দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়। রাম রহিমের আস্তানায় অভিযান চালানোর আগে শুক্রবার সকালেই নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় কারফিউ জারি করা হয়। বৃদ্ধি করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

অবসরপ্রাপ্ত জেলা এবং সেশন জজ এ কে এস পাওয়ার তল্লাশি অভিযানের নেতৃত্ব দেন। গেল মঙ্গলবার পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের হাইকোর্ট তাকে কোর্ট কমিশনার হিসেবে নিয়োগ দেন। এনডিটিভি জানায়, তল্লাশি অভিযানের প্রথম দু’ঘণ্টাতেই প্লাস্টিক নোটসহ বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া বহু বাতিল অর্থও পাওয়া যায় রাম সিং’এর আস্তানায়। ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানিয়েছে, অভিযানের দ্বিতীয় দিন রাম রহিমের ডেরায় খননকাজ করা হবে। অভিযোগ পাওয়া গেছে, অনেককে নাকি এই ডেরায় মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। অভিযানকালে দুই শিশুসহ ৫ জনকে ডেরা থেকে উদ্ধারও করা হয়।

শুক্রবার প্রথমদিনের অভিযানে নম্বর ছাড়া দামি লেক্সাস গাড়ি, লেবেলবিহীন ওষুধ, সম্প্রচারের জন্য ব্রডকাস্টিং ভ্যান জব্দ করা হয়। পুলিশ এছাড়া ধর্ষণের কাজে ব্যবহৃত গোপন কুঠুরীরও সন্ধান পায় । আস্তানায় ভারতের তাজমহল, প্যারিসের আইফেল টাওয়ার এবং ডিজনিল্যান্ডের রিপ্লিকাও তৈরি করা হয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়। স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের ডেরা আটশ’ একর জমির ওপর অবস্থিত। শুক্রবার শুরু হওয়া অভিযানের সময় ১২ জনের বেশি তালা খোলার মিস্ত্রি, ৫০ জন চিত্রগ্রাহকসহ পুলিশ, আধাসামরিক বাহিনীর মোট ৪০০ সদস্য রাম সিং’এর আস্তানায় প্রবেশ করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ১:৩৫ অপরাহ্ণ