১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

লর্ডসে ওয়েস্ট উইন্ডিজ খেলায় ফিরেছে

স্পোর্টস ডেস্ক:

লর্ডসের পেস বান্ধব পিচে প্রথম দিনে পিছিয়ে থেকেও ওয়েস্ট উইন্ডিজ ভালোভাবে খেলায় ফিরে এসেছে। ক্যারিবিয়রা ৩ উইকেট ৯৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। ইংল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ২২ রানে।  প্রথম ইনিংসে ওয়েস্ট উইন্ডিজ করা ১২৩ রানের জবাবে ইংল্যান্ড ১৯৪ রান পর্যন্ত যেতে পেরেছিলো। তারা লিড নেয় ৭১ রানের। কেমা রোচ জেসন হোল্ডারদের তোপের মুখে দলকে বেন স্টোকস একাই টেনে নেন। বোলিংয়ে ছয় উইকেট নেওয়া এই অলরাউন্ডার ব্যাট হাতে ৬০ রান করেন। রোচ ৭২ রানে ৫ ও হোল্ডার ৫৪ রানে নেন ৪ উইকেট।
জবাবে ব্র্যাথওয়েইটকে বোল্ড করে জেমস অ্যান্ডারসন পৌঁছান ৫০০ উইকেটের ল্যান্ডমার্কে। কাইরন পাওয়েলের প্রতিরোধে সফরকারীদের শুরুটা তবু ভালোই হয়। অ্যান্ডারসন ৪৫ রান করাও পাওয়ালে আউট করেন। স্টুয়ার্ট ব্রড আউট করেন কাইল হোপকে। কাইলের ভাই শাই হোপ দিনশেষে ৩৫ রানে অপরাজিত আছেন। তার ক্রিজে সঙ্গী রোস্টন চেজ ৩ রান নিয়ে থাকা।  লর্ডসের পেস বান্ধব পিচে ২০০ রানের টার্গেট পেরোনো কঠিন। তৃতীয় দিনেই তাই লড়াই জমে যাওয়ার ইঙ্গিত।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১২৩
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫২.৫ ওভারে ১৯৪ (কুক ১০, স্টোনম্যান ১, ওয়েস্টলি ৮, রুট ১, মালান ২০, স্টোকস ৬০, বেয়ারস্টো ২১, মইন ৩, রোল্যান্ড-জোন্স ১৩, ব্রড ৩৮, অ্যান্ডারসন ৮*; রোচ ৫/৭২, গ্যাব্রিয়েল ১/৬৪, হোল্ডার ৪/৫৪)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৩১ ওভারে ৯৩/৩ (ব্র্যাথওয়েট ৪, পাওয়েল ৪৫, কাইল হোপ ১, শাই হোপ ৩৫*, চেইস ৩*; অ্যান্ডারসন ২/১৭, ব্রড ১/২৫, রোল্যান্ড জোন্স ০/১৭, স্টোকস ০/২৯)

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ