১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৭

কানাডা গেলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডা গেলেন । শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাত ১০টায় অসুস্থ মেয়েকে দেখতে তিনি লন্ডনে গেছেন । সেখান থেকে তিনি আগামী ১৭ সেপ্টেম্বর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে অংশ নেবেন । প্রধান বিচারপতির ব্যক্তিগত সচিব আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এস কে সিনহা ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন । আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা এসময় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। গত ৬ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে । গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক এস কে সিনহার অনুপস্থিতিতে বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন । প্রেসিডেন্ট আবদুল হামিদ তাকে এ দায়িত্ব প্রদান করেছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ