১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

রুশ-মার্কিন সম্পর্কের আরও অবনতি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এই সম্পর্কের আরও অবনতি হতে পারে। তিনি মঙ্গলবার সাংবাদিকদের টিলারসন বলেন, ‘আমার প্রথম মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ক্রেমলিনে যেসব বৈঠক করেছি, সেসবের পর আমার মনে হয়েছে স্নায়ুযুদ্ধ পরবর্তীকালে এ প্রথম দু’দেশের সম্পর্কের সবচেয়ে অবনতি ঘটেছে। সম্পর্কের এই অবনতি আরও হতে পারে। ‘ খবর তাস’র।

তিনি সন্ত্রাস বিরোধী লড়াইকে ‘দু’দেশের মধ্যে একমাত্র অভিন্ন স্বার্থগত অবস্থান’ উল্লেখ করে বলেন, ‘আমরা এক সঙ্গে কাজ করে পারস্পারিক আস্থা অর্জন করতে সক্ষম হবো কিনা সিরিয়াকে তা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি। ‘ আইএস সম্পর্কে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। জিহাদি গোষ্ঠীটি আমাদের দু’দেশের জন্যই হুমকি এ ব্যাপারে আমরা একমত এবং এজন্য আমরা আইএস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোকে নির্মূলে বদ্ধ পরিকর।

তিনি  ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ও সংঘাত নিরসনে টিলারসন মিনস্ক চুক্তির বাস্তবায়ন করার আহ্বান জানান। এ বিষয়ে তিনি বলেন, এই ইস্যুটির ওপর মস্কোর বিরুদ্ধে অবরোধ কমানো ও ধীরে ধীরে তা তুলে নেয়ার ওপর প্রত্যক্ষভাবে নির্ভর করছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ১০:৪০ পূর্বাহ্ণ