২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৪

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭১৯৫ হাজী

ধর্ম ডেস্ক :

পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিন পর্যন্ত (৭ সেপ্টেম্বর) ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭ হাজার ১৯৫ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০টিসহ মোট ১৮টি ফ্লাইটে তারা দেশে ফিরে আসেন। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। গত ৬ সেপ্টেম্বর থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট বিজি-২০১২ বুধবার রাত ৮টা ২২ মিনিটে ৪১৯ জন হাজি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর সরকারি (ব্যবস্থাপনা সদস্যসহ) ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন পবিত্র হজ পালন করেন।

হজ পালনের উদ্দেশে সৌদি গিয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭২ জন পুরুষ ও ১৯জন নারী। এদের ৬৭ জন মক্কা, ৭ জন মদিনা ও ১৬ জন মিনায় মারা যান।

সর্বশেষ ৭ সেপ্টেম্বর রাজশাহী জেলার মো. আবদুস সালাম (৫৩) পবিত্র মক্কা আল-মুকাররমায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর ছিল সি ৯০৫৫১০৮।

আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। এ বছর বাংলাদেশের ইতিহাসে যেকোনো সময়ের মধ্যে সর্বোচ্চসংখ্যক মানুষ হজ করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ণ