ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করে আইসিসি টেস্ট র্যাংকিং-এর পঞ্চম স্থানে নেমে গেলো অস্ট্রেলিয়া। সিরিজ ড্র’তে লাভবান হয়েছে বাংলাদেশের। ৫ রেটিং বেড়েছে টাইগারদের। তাই ৭৪ রেটিং নিয়ে নবম স্থানেই রয়েছে টাইগাররা। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ব্যবধান এখন মাত্র ১ রেটিং।
১০০ রেটিং ও র্যাংকিংয়ের চতুর্থ স্থানে থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু ঢাকায় প্রথম টেস্ট হেরে যাওয়া ৩ রেটিং হারায় অসিরা। চট্টগ্রাম টেস্ট ড্র বা হারলে আরও রেটিং হারাতো অস্ট্রেলিয়া। কিন্তু আজ শেষ হওয়া টেস্ট ৭ উইকেটে জিতে মুখ রক্ষা হলো তাদের। ফলে ৯৭ রেটিং নিয়ে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া।
চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডেরও রেটিং ৯৭। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় র্যাংকিং-এ অস্ট্রেলিয়ার উপরে নিউজিল্যান্ড।
র্যাংকিং-এর শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং ১২৫। ১১০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১০৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড।
আইসিসি টেস্ট র্যাংকিং :
র্যাংকিং – দল – পয়েন্ট – রেটিং
১ – ভারত – ৪৪৯৩ -১২৫
২ – দক্ষিণ – আফ্রিকা – ৩৩৯৫ – ১১০
৩ – ইংল্যান্ড – ৪০৯৭ – ১০৫
৪ – নিউজিল্যান্ড – ৩১১৪ – ৯৭
৫ – অস্ট্রেলিয়া – ৩২৯৪ – ৯৭
৬ – পাকিস্তান – ২৮৬৮ – ৯৩
৭ – শ্রীলংকা – ৩২২৯ – ৯০
৮ – ওয়েস্ট ইন্ডিজ – ১৯৪০ – ৭৫
৯ – বাংলাদেশ – ১৪৭১ – ৭৪
১০ – জিম্বাবুয়ে – ০ – ০
দৈনিক দেশজনতা /এন আর