১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

কুষ্টিয়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ: নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া জেলার সদর উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বিল্লাল (৩২) ও এনামুল (৩৫)। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান কেরামত উল্লাহ ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৫:৩২ অপরাহ্ণ