১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৬

মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে মিয়ানমারে মুসলিম হত্যা

 নিজস্ব প্রতিবেদক:

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া মন্তব্য করেছেন মিয়ানমারের রাখাইনে মুসলিমদের হত্যাকাণ্ড মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। সংগঠনটি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ‘মিয়ানমারে মুসলিম গণহত্যা, নারী-শিশু-বৃদ্ধসহ সকলকে পুড়িয়ে ও জবাই করে পৈশাচিক কায়দায় হত্যা করার প্রতিবাদে’।  সেলিম ভূঁইয়া বলেন, রাখাইনে যেভাবে মানুষ পুড়িয়ে ও জবাই করে হত্যা করা হচ্ছে তা মঙ্গল নেতা চেঙ্গিস খান ও হালাকু খানকেও হার মানিয়েছে। রোহিঙ্গাদের রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। রোহিঙ্গা মুসলিম ভাই-বোনদের রক্ষায় আমরা শিক্ষক সমাজ যুদ্ধ করতেও প্রস্তুত আছি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ