১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

মুমিনুল কেবল ভরসা

ক্রীড়া ডেস্ক:

মুশফিকুর রহীম আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন।  অধিনায়ক উইকেটে ছিলেন চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে লড়ার মতো পুঁজি এনে দিতে। তিনি ৩১ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়ে গেলেন। বাংলাদেশ সপ্তম উইকেট হারালো ১২৯ রানে । মাত্র ৫৭ রানের লিড হয়েছে।

সাব্বির রহমান আউট হওয়ার ৮ নম্বরে নামা মুমিনুল হককে নিয়ে মুশফিক এগিয়ে যাচ্ছিলেন। কিছুটা অন্তত লড়াইয়ের পুঁজি আনতে ভালো খেলছিলেন। দ্বিতীয় স্পেলে বল করতে এসে প্যাট কামিন্স তাকে গতিতে পরাস্ত করেন। উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক করেন ১০৩ বলে ৩১ রান। এর আগে বিপর্যয়ে পড়া দলকে সামাল দিচ্ছেন মুশফিকুর রহীম ও সাব্বির রহমান। এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়েছিলো সবাই। প্রতিরোধও তৈরি করেছিলেন তারা। বাংলাদেশের আবারও সেই ন্যাথান লায়নের বলে উইকেট পড়ল। সাব্বির রহমান আউট হয়ে গেলেন। দলের  ৯৭ রানে পড়ে ৬ষ্ঠ উইকেট। মুশফিক ও সাব্বিরের ৪৩ রানে ৫ উইকেট হারানোর পর ৫৪ রানের জুটি হয়ে গিয়েছিলো। ৫৯ বলে ২৪ রান করার পর রণভঙ্গ। লায়নের নিচু হওয়া বল ডাউন দ্যা উইকেটে এসে মিস করলেন সাব্বির। সহজ ষ্টাম্পিং মিস করেননি ম্যাথু ওয়েড।  দিনের শুরুতে অস্ট্রেলিয়াকে অল আউট করে প্রথম সেশনেই ৫ উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রানের জবাবে সফরকারীরা ৩৭৭ রান করে ৭২ রানের লিড নেয়।

দৈনিক দেশজনতা / আই সি

 

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ২:২৭ অপরাহ্ণ