১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

স্যামসাংয়ের নতুন ফোন বাজারে

দৈনিক দেশজনতা ডেস্ক:

 

আন্তর্জাতিক বাজারে এলো স্যামসাংয়ের নতুন ফোন। মডেল স্যামসাং গ্যালাক্সি জে সেভেন প্লাস। ফোনটি থাইল্যান্ডের বাজারে অবমুক্ত করা হয়েছে। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে দুইটি রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি স্যামসাংয়ের দ্বিতীয় ফোন যেটাতে ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। এর আগে গ্যালাক্সি নোট এইট অবমুক্ত করে প্রতিষ্ঠানটি। ওই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা ছিল।

ব্ল্যাক, গোল্ড আর পিংক তিনটি ভার্সনে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি জে সেভেন প্লাস। ফোনটির দাম ১২,৯০০ থাই ভাট। থাইল্যান্ডে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফোনের প্রি বুকিং। যারা প্রি অর্ডার করবেন তারা কোম্পানির পক্ষ থেকে  বিনামুল্যে পাবেন একটি ইউ ফ্লেক্স ব্লুটুথ হেডসেট। যদিও পৃথিবীর অন্যান্য দেশগুলিতে কবে এই ফোন পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানায়নি কোম্পানি।

স্যামসাংয়ের নতুন ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলিড ডিসপ্লে। ৪ জিবি র‌্যাম আর ৩২ জিবি স্টোরেজসহ ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও পি২০ প্রসেসর। এছাড়াও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।

এই ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। আর সেকেন্ডারি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা মুলত ডেপথ অব ফিল্ড তোলার জন্য ব্যবহার হবে। এই ক্যামেরার মাধ্যমে ছবির ক্যাকগ্রাউন্ড ব্লার হবে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ।

এছাড়াও থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে এলইডি ফ্ল্যাশ। ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড নুগাট। এছাড়াও ফোনে থাকছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ১:২৪ অপরাহ্ণ