নিজস্ব প্রতিবেদক:
২০১৮ সালে বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্যএশিয়া ভিত্তিক ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যালিস ওয়েলস কংগ্রেসনাল কমিটিকে এক লিখিত বক্তব্যে এমনটা জানান। অ্যালিস বলেন, ২০১৮ সালে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এখানে যেন সবাই অংশগ্রহণ করতে পারে এবং গণতান্ত্রিক চর্চা থাকে।
বৃহস্পতিবার মেইন্টেইনিং ইউএস ইনফ্লুয়েন্স ইন সাউথ এশিয়া: দ্য এফওয়াই বাজেট ২০১৮ উপস্থাপন করার কথা অ্যালিসের। তার একদিন আগেই বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন কংগ্রেসে। তিনি বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার পর বাংলাদেশের সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করছে যুক্তরাষ্ট্র। অ্যালিস বলেন, বাংলাদেশ এমন হুমকি মোকাবেলায় কাজ করে যাচ্ছে। আমরা সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীদের মানবাধিকার রক্ষা ও উগ্রবাদ দমনে কাজ করার আহ্বান জানাচ্ছি।
যুক্তরাষ্ট্র দাবি করে, বাংলাদেশ অন্তত ৪০টি হামলার দায়ভার স্বীকার করেছে আইএসও আল-কায়েদা। অ্যালিস বলেন, জুলাইয়ে হলি আর্টিজানে হামলার পর আইএসের উত্থানে আমরা মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে ও সন্ত্রাস মোকাবেলায় যৌথ অভিযান চালাবো।
তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী। বাংলাদেশে কর্মীদের অধিকার নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ ১৩ কোটি ৮৫ লাখ ডলার বিদেশ সহায়তা চেয়েছে। এতে করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আরও শক্তিশালী হবে। এফওয়াই ২০১৮ তে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যবসার পরিধি বাড়বে, সিভিল সোসাইটিতে সমর্থন জোরদার হবে, কৃষিকাজে আর্থিক সহায়তারতে পারবে যুক্তরাষ্ট্র। ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র তরুণদের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও শিশু স্বাস্থ্যে তাদের সহায়তা জোরদার করবে।
দৈনিক দেশজনতা /এমএইচ