১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

শুক্রবার সারাদেশে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর বিজভী বলেছেন, রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ও পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের দাবিতে শুক্রবার সারাদেশে মানববন্ধন করবে বিএনপি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা মহানগর সহ সারাদেশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

গতকাল বুধবার বিকেলে ঢাকার নবাবগঞ্জে বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের আচরনে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাদেরকে আশ্রয় দেয়া মানবিক দায়িত্ব। কিন্তু সরকার তা না করে মুসলমানদের উপর অন্যায় করছে। এটা মেনে নেয়া যায়না।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খোন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ১০:২২ পূর্বাহ্ণ