১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সবুজবাগে সড়ক দুর্ঘটনায় রিমন ও তার খালাতো বোন সাদিয়া আহমেদ শারিন নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন।

রিমনের বাবা মো. মহাসিন মিয়া ও শারিনের বাবা সামছুদ্দিন আহমেদ। তারা পরিবারের সঙ্গে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন। রিমন ও শারিন ঢাকার পৃথক দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে তাদের পরিবার জানায়।

সবুজবাগ থানার সাব ইন্সপেক্টর হাসানুজ্জামান জানান, সবুজবাগ বৌদ্ধ মন্দির সংলগ্ন রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। এসময় সিটি কর্পোরেশনের আবর্জনা বহনকারী একটি গাড়ি ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৯:৫২ পূর্বাহ্ণ