১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

জেলে বসেই ডেরা চালাবেন রাম রহিম

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ দিন ধরে তিনিই ডেরা সচ্চা সৌদার প্রধান। চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই— তার নির্দেশ ছাড়া এত দিন কোনও কিছুই সম্ভব ছিল না। কিন্তু, পরিস্থিতি হঠাৎ করেই মোড় নেয়। ধর্ষণ-কাণ্ডে দোষী ডেরা প্রধান আপাতত জেলে। আদালতের নির্দেশে আগামী ২০ বছর তাকে সেখানেই থাকতে হবে।

হরিয়ানার সিরসায় ৮০০ একর জমির উপর রাম রহিমের বিশাল ডেরা। তাতে রয়েছে শপিং মল, রেস্তোরাঁ, রিসোর্ট, হাসপাতাল, মাল্টিপ্লেক্স, স্কুল-কলেজ, কারখানা। প্রভূত সম্পত্তির মালিকানাও রয়েছে ডেরা প্রধানের। তাহলে এমন রাম রহিমের বিশাল সাম্রাজ্য সামলাবেন কে?

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ডেরা পরিচালনা কমিটির চেয়ারপার্সন বিপাসনা জানিয়েছেন, জেল থেকেই ‘বাবা’ রাম রহিমই তা সামলাবেন। উত্তরাধিকারী প্রসঙ্গে কোনও নির্দেশই তিনি দেননি। তিনি বলেন, ‘ডেরা কে চালাবেন তা নিয়ে কোনও ঘোষণাই হয়নি। গুরুজি নিজেই তা চালাবেন। আর ডেরার দৈনন্দিন কাজকর্মের দেখাশোনা করবে পরিচালনা কমিটি।’

জোড়া ধর্ষণ মামলায় গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণার পর থেকেই নানা নাম নিয়ে জল্পনা চলছে। বিপাসনা ইনসান থেকে রাম রহিমের ছেলে জসমিতের নাম এসেছে একাধিক বার। এই তালিকায় সবচেয়ে এগিয়ে ছিলেন রাম রহিমের পালিতকন্যা হানিপ্রীত ইনসান। ‘বাবা’ জেলে যাওয়ার পর থেকে যদিও তিনি উধাও। তার নামেও নোটিস জারি করা হয়েছে।

কিন্তু, ডেরায় যে হানিপ্রীতের কোনও অধিকার নেই সে কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন বিপাসনা। মঙ্গলবার ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৩:২৬ অপরাহ্ণ