১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

তবে কী নেপালে বাবা’ পালিত কন্যা হানিপ্রীত?

আন্তর্জাতিক ডেস্ক:

স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং জেলে যাওয়ার পর থেকেই কার্যত গায়েব হয়ে গিয়েছেন ‘বাবা’ পালিত কন্যা হানিপ্রীত। তা হলে কী গোপনে দেশ ছাড়ার পরিল্পনা করছেন পাপা’স অ্যাঞ্জেল? পুলিশের ধারণা অন্তত তেমনই। পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছে, সম্প্রতি ভারত-নেপাল সীমান্ত দিয়ে হানিপ্রীতের নেপালে পালিয়ে গিয়েছেন।

হানিপ্রীতের খোঁজে হরিয়ানা পুলিশের দুই কর্মকর্তা ভারত-নেপাল সীমান্তে গৌরিফান্টায় পৌঁছান। সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার ঘনশ্যাম চৌরাসিয়া জানান, নেপাল সীমান্ত থেকে পাঞ্জাবের নম্বর প্লেট লাগানো একটি গাড়িও উদ্ধার হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই গাড়ির সঙ্গে হানিপ্রীতের যোগ থাকতে পারে। তবে চিরুনি তল্লাশি চালানোর পরেও হানিপ্রীতকে খুঁজে পাওয়া যায়নি। শূন্য হাতেই হরিয়ানায় ফিরে গিয়েছেন ওই দুই কর্মকর্তা।

ধর্ষণের অপরাধে ‘বাবা’ রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই কার্যত লাপাত্তা হানিপ্রীত। ইতিমধ্যেই তার নামে জারি হয়েছে লুক-আউট নোটিস। ২৫ আগস্ট বাবার শাস্তি ঘোষণার পর রাজ্য জুড়ে তাণ্ডব চালানো থেকে শুরু করে বাবাকে নিয়ে পালানোর ছক তৈরি। এস কিছুতেই প্রত্যক্ষ ভূমিকা ছিল হানিপ্রীতের।

তাকে খুঁজে পেতে দেশ জুড়ে কার্যত চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। বিমানবন্দর, রেলস্টেশন, বাসস্টপ ও রাজ্য থেকে বেরনোর অন্য চেক-পয়েন্টগুলোকে হানিপ্রীত সম্পর্কে সচেতন করা হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ