১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

রোনালদোকে পেলের ১২৮৩ গোলের চ্যালেঞ্জ

 স্পোর্টস ডেস্ক:

ক্রিস্তিয়ানো রোনালদো গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে গোল সংখ্যায় পেলেকে টপকে গেছেন। পেলের ৭৭ গোল টপকে জাতীয় দলের হয়ে রোনালদোর গোল এখন ৭৮টি। দারুণ এই কীর্তির জন্য রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপার স্টারকে পেলে অভিনন্দন জানিয়েছেন। তবে ব্রাজিল কিংবদন্তি অভিনন্দনের পাশাপাশি রোনালদোকে একটা চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। পেলের সেই চ্যালেঞ্জে রোনালদো জিততে পারবেন বলে মনে হয় না। পেলে রোনালদোকে ছুঁড়ে দিয়েছেন ১২৮৩ গোলের অসম্ভব এক চ্যালেঞ্জ।

রোনালদো ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে পর্তুগালের ৫-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেন। জাতীয় দলের হয়ে পঞ্চম হ্যাটট্রিকটি পূর্ণ করার পথে অসাধারণ এক ভলি গোল করেন। ওই গোলেই পেলেকে টপকে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পাঁচ নম্বরে উঠে যান। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে অসাধারণ ওই গোলের জন্য রোনালদোকে অভিনন্দন জানিয়ে পেলে বলেন, ‘আমি গোলটি দেখেছি। এটা ছিল সত্যিই স্পেশাল গোল। সত্যিই দারুণ খেলেছে সে।’ জাতীয় দলের হয়ে গোলসংখ্যায় ছাপিয়ে গেলেও রোনালদোকে নিজের সঙ্গে তুলনা করতে পেলে রাজি নন। ফুটবলের রাজা তুলনার প্রসঙ্গ উঠতেই, রোনালদোকে ১২৮৩ গোলের অসম্ভব চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। রোনালদোকে ব্রাজিল কিংবদন্তি স্রেফ মজা করেই ওই চ্যালেঞ্জটা ছুঁড়ে দিয়েছেন।
পেলে ফুটবল ইতিহাসে, সর্বোচ্চ ১২৮১ গোল করেছেন। যদিও পেলের এই গোল সংখ্যার লিখিত কোনো পরিসংখ্যান নেই। তবে পেলের দাবি, ক্লাব এবং জাতীয় দলের হয়ে সব ধরনের ম্যাচ মিলিয়ে ১২৮১ গোল করেছেন। ব্রাজিল কিংবদন্তির এই গোল সংখ্যা থেকে রোনালদো এখনো অনেক অনেক দূরে। প্রীতি বা প্রদর্শনী ম্যাচে কত গোল করেছেন রোনালদো, তার পরিসংখ্যান নেই। তবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে রোনালদো এ পর্যন্ত করেছেন মাত্র ৪৫০ গোল। পর্তুগালের বিভিন্ন বয়স ভিত্তিক দলের হয়ে করা ১৮ গোল যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় মাত্র ৪৬৮। তার মানে এখনো পেলের চেয়ে ৮১৩ গোলে পিছিয়ে!

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৩:৩১ অপরাহ্ণ