২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৪

পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেয়ায় প্রধান শিক্ষককে সভাপতির থাপ্পর

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষে অর্তকিত ভাবে আক্রমন করে ফিল্মী স্টাইলে উপর্যুপরি থাপ্পর মারার অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কামিটির সভাপতির বিরুদ্ধে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি রোববার (৩ সেপ্টেম্বর)  বিকালে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়া ভিজা গোলনা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের। প্রধান শিক্ষক অাল হাসান জায়েদ নওরোজী সোহেলকে থাপ্পর মারেন বিদ্যালয়ের সভাপতি খুরশিদ অালম অালো।

ঘটনার পর ওই শিক্ষক অসুস্থ্য হয়ে পড়লে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

প্রধান শিক্ষক অাল হাসান জায়েদ নওরোজী সোহেল জানান, অামার কান ও মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, অামি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অাছি। বিস্তারিত পরে জানাবো।

এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অাজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকলে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও পরিচালনা কমিটির সদস্যরা জরুরী সভা ডেকে নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, ঘটনাটি শুনেছি তবে অামি এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফসার মুহাঃ রাশেদুল হক প্রধান জনান, বিষয়টি অামি জেনেছি, তাদেরকে অাইনানুগ ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ১:৫৪ অপরাহ্ণ