১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

সংযুক্ত আরব আমিরাতে ঈদ আনন্দ আড্ডা

দৈনিক দেশজনতা ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও আমিরাত জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আবুধাবি আরবি রেস্টুরেন্টে এ আড্ডার আয়োজন করা হয়।

কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্নার সঞ্চালনায় ও মোহাম্মদ সাইফুল আলম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক জানে আলম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন আমিরাত কবি নজরুল সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিরাজদ্দৌলা মামুন, মোহাম্মদ মিজানুর রহমান, আনোয়ার হোসেন ও আবৃতি শিল্পী ইসমাইল।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল গণি, মোহাম্মদ হোসেন, শারমিন আক্তার জেলী, নাজমুল, হায়দার, খোকন, রিপন, জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি হোসেন, কবি ও সাংবাদিক মনির উদ্দিন, কবি জানে আলম জাহাঙ্গীর, আবৃতি শিল্পী মোহাম্মদ ইসমাইল, কবি হাসান।

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ১০:৫১ পূর্বাহ্ণ