স্পোর্টস ডেস্ক:
৬ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ। উইকেটে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেন। ব্যাট করতে পারেন মেহেদী হাসান মিরাজও। প্রথম ইনিংসে কতো রান তুললে নিরাপদে থাকবে বাংলাদেশ? কি আভাস দিচ্ছে চট্টগ্রামের পিচ। পরিসংখ্যানই বা কি বলছে? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ পর্যন্ত ১৬টি টেস্ট হয়েছে। তাতে রান উঠেছে বেশ ভালোই। পাঁচশ রানের বেশি ইনিংস দেখা গেছে পাঁচবার। চারশো রানের বেশি হয়েছে আরও তিনবার। তিনশ রানের চেয়ে ইনিংস তো আছে অহরহ। তবে তার সবই গেল ইংল্যান্ড সিরিজের আগে।
ইংল্যান্ড সিরিজেই পালটে দেওয়া হয়েছিলো এই মাঠের উইকেটের চেনা চরিত্র। পিচে রান থাকলেও সময়ের সাথে সাথে তার স্পিনারদের দিতে থাকে সহায়তা। বাড়তে থাকে টার্ন। পেসাররা চাইলে আদায় করতে পারে রিভার্স স্যুয়িং। শেষ সিরিজে বাংলাদেশ-ইংল্যান্ড কোনদলই করতে পারেনি ৩০০ রান। প্রথম ইনিংসে ২৯৩ রানে অল আউট হয়ে গিয়েছিলো ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ থেমে গিয়েছিলো ২৪৮ রানেই। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করতে পেরেছিলো ২৪০ রান। জয়ের খুব কাছে গিয়ে ২৬৩ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে বানানো সেই উইকেটই এবারও বানিয়েছেন কিউরেটর জাহিদ রেজা বাবু। এসব বিবেচনায় এই পিচে প্রথম ইনিংসে ৩৫০ রান করলেই অস্ট্রেলিয়াকে খুব ভালো চাপে ফেলে দিতে পারবে বাংলাদেশ। দ্বিতীয় দিনে ৬২ রানে অপরাজিত মুশফিক ও ১৯ রানে ব্যাট করা নাসির ইনিংসটা আর কত বড় করতে পারেন সেটাই এখন দেখার।
দৈনিক দেশজনতা/এন এইচ