১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

মোজাম্মেল হকের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের শোক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাজী মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘মরহুম হাজী মোজাম্মেল হক নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং সফল শিল্পোদ্যোক্তা হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। মোজাম্মেল হক জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং আমৃত্যু দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা রাখেন। জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক কাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সেকারণে এলাকাবাসী তাকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই ছিলো তার রাজনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি।’

শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন হাজী মোজাম্মেল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম হাজী মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম হাজী মোজাম্মেল হক তার রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি চেয়ারপার্সনের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যেভাবে নিবেদিত থেকেছেন তা দেশবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ছিলেন তার আদর্শের প্রতি নির্ভীক ও অবিচল।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৯:৫০ পূর্বাহ্ণ