১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত- ২

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার ভেড়ামারায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের পার হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদ বিনোদনের জন্য হার্ডিঞ্জ ব্রিজ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেল আরহীর মৃত্যুহয়। এ সময় আরও তিনজন আহত হয়।

আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান ওসি।

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ৭:৫৫ অপরাহ্ণ