২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩৭

লায়ন ইমরুলকে রিভিউ নিয়ে ফেরালেন

স্পোর্টস ডেস্ক:

মাঠের আম্পায়ার নাইজেল লঙ আউট দেননি। অস্ট্রেলিয়া রিভিউ নেয়। তাতে দেখা যায় ইমরুল কায়েস কুপোকাত। প্রথম টেস্টের মতো আবার ব্যর্থ হলেন তামিমের পর ইমরুল। বাংলাদেশ ২১ রানেই দুই উইকেট হারিয়েছে। তামিম ইকবাল এর আগে ন্যাথান লায়নের বলে ৯ রান করে এলবিডব্লিও হন। শুরু থেকেই কিছুটা নড়বড়ে তামিম প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন। জীবন পেয়ে ইনিংস বড় করতে পারেননি। তার আউটে বাংলাদেশ ১৩ রানেই প্রথম উইকেট হারিয়েছিল।

দুই ওপেনার প্রথম নয় ওভার পার করে দিলেও দশম ওভারে পড়ে যায় উইকেট। রাউন্ড দ্যা উইকেটে বল করতে আসেন অফ স্পিনার ন্যাথান লায়ন। তার বলটি ঠিকমতো পড়তে পারেননি টাইগার ওপেনার । ফ্রন্টফুটে খেলতে গিয়েই গড়বড়। পরিষ্কার লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তামিম। ঢাকায় প্রথম টেস্টের দুই ইনিংসেই ফিফটি করা তামিম ব্যর্থ হলেন ঘরের মাঠে এসে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ব্যাটিং নেয়। অতিরিক্ত টার্নিং পিচের কথা মাথায় রেখে দুদলই নেমেছে এক পেসার নিয়ে। চার দশক পর কোন টেস্টে অস্ট্রেলিয়া খেলছে এক পেসার নিয়ে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ১১:১৩ পূর্বাহ্ণ